এই খেলার আগেই সুইডেন পরের পর্বে চলে গিয়েছিল। আজকে পোল্যান্ডের সঙ্গে খেলায় তাদের কোন চাপ ছিল না। অপরদিকে শেষ ষোলোয় যেতে আজ জিততেই হত পোল্যান্ডকে। তাদের লেয়নডোস্কি দু গোল করেও ম্যাচ জিততে পারলেন না। সুইডেন ৩ গোল করে দিল। ই গ্ৰুপে তারা শীর্ষে থেকে পরের পর্বে গেল। সুইডেন ৮২ সেকেন্ড ও ৫৯ মিনিটে গোল করার পর পোল্যান্ড ৬১ ও ৮৪ মিনিটে গোল শোধ করে দেয়। অতিরিক্ত সময়ে ক্লাসেন গোল করলে সুইডেন জিতে যায়।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...