গতকাল ভারত সাফ কাপে নেপাল কে পরাজিত করলো ২ গোলে । ভারতীয় কোচ স্টিমাছ লাল কার্ড দেখায় মাঠে ছিলেন না তার জায়গায় দলের কোচিং করিয়েছেন মহেশ গাউলি । খেলার ৬১ মিনিটে আসে প্রথম গোল সেটি করে সুনীল ছেত্রী এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯১ তম গোল টি হলো ।খেলার ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল টি করেন নাওরেম মহেশ সিংহ , সুনীলের শট পোস্টে লেগে ফিরে এলে পরে তিনি দ্বিতীয় গোল টি করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...