সূর্যকুমার যাদবের অস্ত্রোপচার হলো জার্মানিতে

ভারতের টি ২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের অস্ত্রোপচার হলো জার্মানিতে । তিনি স্পোর্টস হার্নিয়া তে আক্রান্ত হয়েচিলেন । ইনস্টাগ্রামে ছবি দিয়ে সূর্যকুমার লিখেছেন সফল অস্ত্রোপচারের পরে আমি দ্রুত সুস্থ্য হওয়ার পথে । একই দিনে কাঁধের চোটের কারণে অস্ত্রোপচার হলো বাংলার অল রাউন্ডার শাহবাজ আহমেদের ।