সেমিফাইনালে হারের পরে প্রকট হলো টিম ইন্ডিয়ার দ্বন্দ্ব

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সেমিফাইনালে  হারের পরে প্রকট হলো টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং সহ  অধিনায়কের  মধ্যে চরম দ্বন্দ্ব । কোচ  ও অধিনায়কের আপত্তি তেই  ৪ নম্বরে  ব্যাটিং স্থানে আসতে  পারলেন না বিশেষজ্ঞ  ব্যাটসম্যান  আম্বাতি রায়ুডু । যোগ্যতা দেখিয়েও  সেমিফাইনালে স্থান পেলেন না মোহাম্মদ  শামি বারংবার  ব্যর্থ  হওয়া  সত্ত্বেও দলে  সুযোগ পেলেন চাহাল ,কেএল  রাহুল এবং বিজয় শঙ্কর  শুধু অধিনায়কের ঘনিষ্ঠ  হওয়াতেই ।