ভারতের মাটিতে সোনার দাম অব্যাহত রয়েছে,গতকাল কলকাতা তে ২৪ ক্যারাট ১০ গ্রাম খুসির পাকা সোনার দাম,ছিল ৮৯,৮১৬টাকা ,আর হলমার্ক ২২ গ্রাম গহনা সোনার দাম ছিল জিএসটি ছাড়া ৮২,৮৫০ টাকা ।রুপো প্রতি কেজি দাম ছিল ৯৭,৬০০ টাকা ।বিশ্ব বাজারে সোনার দাম ৩০০০ ডলার ছুঁয়ে যাওয়া আউন্স প্রতি এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...