সৌরভের নতুন চমক

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ভারতীয় ক্রিকেট  কন্ট্রোল বোর্ডের  প্রেসিডেন্ট পদ অলংকৃত করার  পর থেকেই ভারতের  প্রাক্তন ক্রিকেট  অধিনায়ক সৌরভ গাঙ্গুলি  ভারতীয় ক্রিকেটের  উন্নতির স্বার্থে  একের  পর এক সিদ্ধান্ত নিয়েছেন । প্রথম  বার   নির্বাচিত  হয়েই তিনি  ভারতের  প্রথম  শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক উন্নতির নজর দেন । দ্বিতীয়  তিনি  আয়োজন করেন ভারতের  মাঠিতে  প্রথম দিন রাতের  গোলাপি বলের টেস্ট ।এই বারের  বড় চমক  সম্ভবত  ক্রিকেট  অ্যাডমিনিস্ট্রেটিভ  কমিটিতে  ফিরিয়ে আনতে  চলেছেন সচিন  এবং লক্ষণ  কে ।