স্টকহোমে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলো নিরাজ

BYDGOSZCZ, POLAND - JULY 22: Neeraj Chopra from India competes in men's jewelin throw qualification round during the IAAF World U20 Championships at the Zawisza Stadium on July 22, 2016 in Bydgoszcz, Poland. (Photo by Joosep Martinson/Getty Images for IAAF)

চোটের জন্য নিজেকে কমনওয়েলথ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নিরাজ ,গত মাশে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের সময়ে তিনি ছোট পেয়েছিলেন কুঁচকি তে ।গতকাল স্টকহোমের ডায়মন্ড লীগে প্রথম প্রয়াশেই ৮৯.০৮ মিটার দূরে জ্যাভিলিন ছুড়ে সোনা নিশ্চিত করেন নিরাজ ।