স্ট্যানিসের ঝেড়ো ব্যাটিংয়ে মুম্বাই কে হারিয়ে দিলো লখনৌ

গতকাল লখনৌর মাঠে প্রথমে ব্যাট করে সুপারজায়ান্ট তোলে ৩ উইকেটে ১৭৭ রান ।স্ট্যানিস ৪৭ বলে ৮৯ রান করেন এবং ম্যাচের সেরা হন ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৭২ করে থেমে যায় ।জয়ী হয় লখনৌ মাত্র ৫ রানে ।