স্নেহাশীষ গঙ্গোপ্যাধায় সিএবির প্রেসিডেন্ট হতে চলেছে

সিএ বির প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিত হন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।নরেশ ওঝা হন সচিব ,অমলেন্দু বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট এবং দেবব্রত দাশ যুগ্ন সচিব নির্বাচিত হন ।সিএবীর কোষাধক্য হন প্রবীর চক্রবর্তী ।আগামী৩১ সে অক্টোবর থেকে কাজ শুরু করবেন নতুন বোর্ড ।