খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডেভিস কাপে বিশ্ব রাঙ্কিংয়ের প্রথম স্থান অধিকারী নাদালের দাপটে গতকাল ক্যানাডার ডেনিস শাপভালভ কে নাদাল ৬-৩,৭-৬ গেমে হারানোর পরেই ষষ্ঠ বার ডেভিস চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে মেতে ওঠে দল । তার আগে স্পেনের রবার্তো ৭-৬,৬-৩ ফলে ক্যানাডার ফেলিক্স আগার কে হারিয়ে স্পেন কে জয়ের পথে এগিয়ে দিয়েছিলো । নাদাল এই ডেভিস কাপে সব থেকে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারটি ও জিতে নেন ।