খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইউরো কাপ খেলতে নামার আগে করোনা হানতে দিশে হারা স্পেন শিবির , তাদের খেলোয়াড় সেরখিয়োর পরে এইবার আক্রান্ত হয়েছেন দিয়েগো লরেন্তে ।বুধবার স্পেনীয় ফুটবল সংস্থা এই খবর জানালো ।তারা বলেছে মঙ্গলবার স্বাস্থ্য বিধি মেনেফুটবলারদের করোনা পরীক্ষা করা হয় সেইখান লরেন্তের রিপোর্ট পসিটিভ আসে তাদের শিবির ছেড়ে চলে যেতে বলা হয়েছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...