খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইউরো কাপ খেলতে নামার আগে করোনা হানতে দিশে হারা স্পেন শিবির , তাদের খেলোয়াড় সেরখিয়োর পরে এইবার আক্রান্ত হয়েছেন দিয়েগো লরেন্তে ।বুধবার স্পেনীয় ফুটবল সংস্থা এই খবর জানালো ।তারা বলেছে মঙ্গলবার স্বাস্থ্য বিধি মেনেফুটবলারদের করোনা পরীক্ষা করা হয় সেইখান লরেন্তের রিপোর্ট পসিটিভ আসে তাদের শিবির ছেড়ে চলে যেতে বলা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...