স্পেনের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আজ না জিতলে ইউরো থেকে বিদায় নিতে হত। তার ওপর ছিল সমালোচনার ঝড়। কোচ এনরিকে ও খুব চাপে ছিলেন স্পেন দলকে নিয়ে। শুরু থেকেই আক্রমণে গিয়ে এবং বলকে তাড়া করে ম্যাচটা হাতে নিয়ে নেয় স্পেন। স্লোভাকিয়া খেলা ড্র করার জন্য চেষ্টায় ছিল। কিন্তু স্পেনের চাপে তারা আত্মসমর্পণ করে। বিরতির আগেই ২ গোল করে স্পেন। বিরতির পর আরো ৩ গোল করে ৫-০ গোলে তারা ম্যাচ জিতে যায় ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...