স্যার গ্যারি সোবার্সের মতে বিশ্বের সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন নয় ভারতের সুভাষগুপ্ত

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  অনেকেই  বিশ্বের সেরা স্পিনার মানেন অস্ট্রেলিয়ার শেন  ওয়ার্ন কে  কিন্তু স্যার গাড়ি সোবার্স  সেই মতে  বিশ্বাসী নন  ।তিনি তার বইতে উল্লেখ করেছেন তার দেখা সেরা লেগস্পিনার হলো ভারতের সুভাষ গুপ্ত ।টেস্টে ওয়ার্নর  উইকেটের  সংখ্যা  ৭০৮ ওপর দিকে  সুভাষ  গুপ্তে  ৩৬ টি টেস্টে ১৪৯ টি  উইকেট নিয়েছিলেন । স্যার  গ্যারি  বলেন ওয়ার্ন  ভালো স্পিন  করাতে  পারে এবং ব্যাটসম্যান কে ও যে ভাবে  আক্রমণ  করে তার বড়  ভক্ত আমি তবে  সুবাস গুপ্তের  মত  গুগলি  ওর  হাতে নেই  অনেক বড় লেগস্পিনার সুবাস  গুপ্তে ।