ইউরোতে স্লোভাকিয়া ২-১ গোলে হারাল পোল্যান্ডকে। ১৮ মিনিটে সেম সাইড গোলে স্লোভাকিয়া এগিয়ে যায়। তবে বিরতির পর খেলা শুরু হতেই পোল্যান্ড গোল শোধ করে দেয়। গোল করেন লিনেত্তি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে পোল্যান্ডের ক্রিকোডিয়াক মাঠের বাইরে চলে যান। খেলার শেষ ২৮ মিনিট পোল্যান্ড ১০ জনে খেলেছে। .এরপর স্ক্রিনিয়ার দলের দ্বিতীয় গোল করলে স্লোভাকিয়া ম্যাচ জিতে যায়।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...