হাড্ডাহাডি লড়াই করে লিভারপুল কে পিছনে ফেলে ইপি এল জিতলো ম্যানচেষ্টার সিটি

গতকাল আস্টন ভিলার বিরুদ্ধে ম্যান সিটি পিছিয়ে ছিল ৭৩ মিনিট অব্দি ।গুদেয়ানের জোড়া গোলে ম্যাচ টিযেতেন তারা ৩-১ গোলে । ম্যান সিটি ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় আর লিভারপুল ৩৮ ম্যাচে ৯২ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় ।