গতকাল আইপিএলের ফাইনালে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থান তোলেন ৯ উইকেটে ১৩০ রান । বাটলার করেন সর্বাধিক ৩৫ বলে ৪৯ রান ।হার্দিক পাণ্ড্য ১৭ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন । জবাবে গুজরাটটাইটান্স ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ম্যাচ ও ট্রফি জিতে নেন ,তাদের হয়ে সর্বাধিক রান করেন শুভমান গিল ৪৫(৪৩) ও হার্দিক ৩৪(৩০) বলে ।