হেরে যাওয়া ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান দের দৌলতে

গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাট করে গুজরাট টাইটান্স প্রথমে করে ৭ উইকেটে ১৭৭ রান । তাদের হয়ে গিল করেন ৪৫ এবং মিলার করেন ৪৬ রান ।জবাবে ব্যাট করতে নেমে ,রাজস্থান রয়্যালস ৭ উইকেটে ১৭৯ রান করেন ১৯.২ ওভারে । তাদের হয়ে জোরালো ব্যাটিং করেন স্যামসাং ৬০ ও হেটমেয়ার নট আউট ৫৬।ম্যাচের সেরা হন হেটমেয়ার ২৬ বলে ৫০ করে ।