১০ মার্চ যুবভারতীর সময় নিয়ে আজ চূড়ান্ত বৈঠক হবে

১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ থাকার ফলে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারেট ,ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতীতে ৯ টা তে করার কথা ইস্টবেঙ্গল কে বলেছেন ।ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন রাত ৮ টা ৩০ মিনিটে শুরু করতে ।একই সুর ডার্বি সম্প্রচারকারী চ্যানেলের ও ।ডার্বি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পুলিশে সাথে আজকে ফের বসছেন ইস্টবেঙ্গল কর্তারা ।