১৩১ তম ডুরান্ড কাপের উদ্বোধন হবে আগামী ১৬ অগাস্ট

আগামী ১৬ অগাস্ট ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ ।গতকাল ই বিশ্বের অন্যতম প্রাচীন এই প্রতিযোগিতার ক্রীড়ার সূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় । ২০ টি দল কে ৫ টি গ্রপে ভাগ করেপ্রতিযোগিতা শুরু হবে ।মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ডুরান্ড কাপের উন্মোচন করা হয় ,জানা যাচ্ছে ট্রফি নিয়ে দেশের বিভিন্ন শহরে ঘোরা হবে ।