১৪ দিনের জেল হেফাজত ১৪ দিনের জেল হেফাজত

On: Sunday, December 14, 2025 5:15 PM

মেসি কাণ্ডের মুল আয়োজক শতদ্রু দত্ত ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলো বিধাননগর আদালত ।শত প্রনোদিত মামলা তে রবিবার তাকে পেশ করা হয় আদালতে । একা ধিক ধারা দিয়ে শত:প্রনোদিত মামলা দায়ের করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পরে তাকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ ।আজকে তাকে পেশ করা হয় বিধাননগর কোর্টে । তার বিরুদ্ধে একাধিক ধারা দিয়ে মামলা রুজু করা হয়েছে ।