১৭ অগাস্ট ডুরান্ড ডার্বি নিয়ে উত্তেজনা কলকাতা শহরে

১৭ অগাস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহন বাগান । সেই অর্থ রণ কৌশল ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা তে রুদ্ধদ্বার অনুশীলন করছে মোহন কোচ মলিনা এবং ইস্টবেঙ্গল কোচ ব্রুজো ।বুধবার বিকালে ময়দানে নিজেদের মাঠে রুদ্ধদ্বার অনুশীলন করলো মোহনবাগান একই সময়ে ইস্টবেঙ্গল অনুশীলন সারলো নিউটাউনে ।মনবীরের খেলা নিয়ে নিশ্চিন্ত নয় ,পেট্রেটসের ও চোট লেগেছে নবতম সংযোজন আলড্রেড । ইস্টবেঙ্গলের পুরো দল খেলবে বলে মনে হচ্ছে ।