২০০৮ সালে এই প্রথম আরসিবি হারালো চেন্নাই কে

গতকাল চেন্নাইয়ের মাঠিতে আইপি এলের প্রথম সাখ্যাত্কারে বেঙ্গালুরু পরাজিত করলো চেন্নাই কে ৫০ রানে ২০০৮ পর এই প্রথম । প্রথমে ব্যাট করে আরসিবি করে ৮ উইকেটে ১৯৬ রান ।রজত পাতিদার ৩২ বলে ৫১ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ,জবাবে চেন্নাই ৮ উইকেটে ১৪৬ রান করে ।ধোনি ১৬ বলে ৩০ রান করে নট আউট থাকেন ।