খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অক্ষতেজ এটি হিন্দু এবং জৈন দের একটি বার্ষিক উৎসব জেট তিথি অনুযায়ী জৈনদের একটি বার্ষিক বসন্ত উৎসব যেটি সাধারণত বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তে অনুষ্ঠিত হয় সাধারণত ভারত এবং নেপালে হিন্দু এবং জৈন সম্প্রদায়ের লোকেরা এটিকে পালন করে এই দিনটিকে মনে করা হয় যা কিছু করা হবে সব কিছুই শুভ ।