খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহাভারতে কথিত আছে পাণ্ডব রা যখন বনবাসে গিয়েছিলেন তখন তারা ভিক্ষে করে তাদের দিন জ্ঞাপন করতেন জেস্ট ভ্রাতা যুধিষ্ঠির ভগবান সূর্যদেবের কাছ থেকে একটি পাত্র পেয়েছিলো অন্নসংগ্রহ করার জন্য এবং তারা সারাদিন অন্নসংগ্রহ করে ফল মূল যা পেতেন তা নিজেরা ভাগ করে খেতেন একদিন মুনি দুর্বাসা তাদের পরীক্ষা নেয়ার জন্য তাদের খাওয়ার পরে তাদের কাছে অন্ন চায় তখন দ্রৌপদী কৃষ্ণের শরণাপন্ন হন এবং কৃষ্ণ তাকে একটি অদৃশ্যে অক্ষয় পাত্র দান করেন যেটি সব সময় খাদ্য পরিপূর্ণ থাকতো এই ভাবে তারা দুর্বাসা মুনির ক্রোধ কে শান্ত করেন ।