দিল্লির অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল গঙ্গারামে অক্সিজেনের অভাবে মৃত্যু হলো একদিনে ২৫ জন করোনা রুগীর ।একই সঙ্গে দেশের রাজধানী তথা সারা দেশেই অক্সিজেনের অভাব আবারো প্রকট হয়ে উঠলো ।পরিস্থিতি সামলাতে নেমেপড়েছে বায়ু সেনা বাহিনী ,তারা ভারী মাল বাহি বিমানে করে অক্সিজেনের ট্যাঙ্কার উড়িয়ে নিয়ে যাচ্ছেন যেইখানে প্রয়োজন সেখানে ,পাশাপাশি জার্মানি থেকে ২৩ টি অক্সিজেন তৈরি প্লান্ট কে উড়িয়ে নিয়ে আসার কথা জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...