আজকে জলপাইগুড়ি হাসপাতালে এক সাংবাদিক বৈঠক করে সেখানকার ওএসডি সুশান্ত রায় জানান মে
মাসে বাড়তে পারে করোনা সংক্রমণ তাই যে এলাকাতে সংক্রমিত সংখ্যা তুলনামূলক ভাবে বেশি, সেই এলাকা কে চিন্নিত করে মাইক্রোকনটেনমেন্ট গড়ে তোলা হবে জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপারস্পেশালিটি হাসপাতাল ও মালবাজার হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন বসানোর কাজ শুরু হয়েছে ।