আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পদ্যপ্রার্থী অগ্নিমিত্রা পাল যখন প্রচারের ঝড় তুলছেন ঠিক সেই সময় মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ ও ।অগ্নিমিত্রা পাল আসানসোলের ভূমিকন্যা ,তাই প্রচারে তিনি বলছেন সায়নীর আসানসোল সম্পর্কে কোনো ধ্যান ও ধারণা নেই ।সেই জন্য তিনি আসানসোল বাসীর কাছে ভূমিকন্যা কে জেতানোর আহোভান করছেন ,আজকে তিনি শিমুলিয়া ও নেপালি ধাওড়া এলাকাতে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে প্রচার চালান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...