অজগর উদ্ধার

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ও আমগুড়ি এলাকায় ২টি অজগর পাওয়া গিয়েছে। রবিবার সকালে পরিবেশপ্রেমী সদস্যরা আমগুড়ি ধওলাগুড়ি এলাকা থেকে একটি সাত ফুটের অজগর উদ্ধার করেন। বিকেলে জল ঢাকার বাঁধ থেকে মোবাইল স্কোয়াডের বনকর্মীরা আট ফুটের আরেকটি অজগরের সন্ধান পান। স্কোয়াডের বিট অফিসার সুখময় দত্ত জানান অজগর দুটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষনণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।