অজগর উদ্ধার

প্রায় ৮ ফুট লম্বাএকটি অজগরকে উদ্ধার করা হল বাগডোগরার গোঁসাইপুর এলাকা থেকে।এক বাসিন্দার ঘরের সিলিঙের ওপর সাপটি ছিল। খবর পায়ে সর্প প্রেমী সুভাষ তালুকদার ও তার মেয়ে সেখানে যান।  তারপর সাপটিকে উদ্ধার করে  অন্য জায়গায় ছেড়ে দেন। রেঞ্জার  জানান বনদপ্তরের কর্মীরা অন্য কাজে ব্যস্ত থাকলে সুভাষবাবুই সাপ  উদ্ধার করেন।