খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের গাড়ি প্রস্তুতকারক সংগঠক সিয়াম জানিয়েছে দিল্লির নয়ডা তে ৭-১২ই ফেব্রুয়ারী যে সুবিশাল অটো এক্সপো হতে চলেছে তাতে প্রায় ৬০ টির মত নতুন ধরণের গাড়ি এবং বাইক প্রদর্শিত হতে চলেছে । গাড়ি সংগঠন সিয়াম আশা করছে এইবারে ক্রেতা বিক্রেতা এবং দর্শক সংখ্যা গত বারের থেকে অনেক বেশি হারে আসবে । এই বারের বড় আকর্ষণ হলো চীনের গাড়ি প্রস্তুত কারক সংস্থাগুলি তাদের নতুন সম্ভার গুলি নিয়ে এই মেলায় হাজির হবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...