অটো এক্সপো ২০২০ তে কি রকম গাড়ি তৈরির সম্ভার আসতে পারে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভারতের গাড়ি  প্রস্তুতকারক  সংগঠক  সিয়াম  জানিয়েছে  দিল্লির  নয়ডা তে  ৭-১২ই   ফেব্রুয়ারী  যে সুবিশাল অটো এক্সপো  হতে চলেছে  তাতে প্রায় ৬০ টির মত  নতুন ধরণের গাড়ি এবং বাইক  প্রদর্শিত হতে চলেছে । গাড়ি  সংগঠন  সিয়াম  আশা  করছে  এইবারে  ক্রেতা  বিক্রেতা  এবং দর্শক সংখ্যা গত বারের থেকে অনেক বেশি হারে  আসবে । এই বারের বড়  আকর্ষণ হলো  চীনের গাড়ি   প্রস্তুত কারক সংস্থাগুলি তাদের নতুন সম্ভার  গুলি নিয়ে এই মেলায়  হাজির হবে ।