অটো এক্সপো ২০২০ ভিটারা ব্রেজা নয়া লুকে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : মারুতি সুজুকি  ভিটারা  ব্রেজার  আবরণ  উন্মোচিত  হলো গতকাল অটো  এক্সপো তে ।আজ  থেকে শুরু হয়েছে মেলা প্রযুক্তি স্ট্যাইলে  ভিটারা  ব্রেজা আরো  উন্নতমানের  তৈরী করা  হয়েছে ।১.৫ লিটার  বিএস  ৬ প্রযুক্তি তে  তৈরী পেট্রল ইঞ্জিন যুগের  সঙ্গে  তাল  মিলিয়ে  তৈরী হয়েছে ।এই মডেলের ডিজেল ইঞ্জিন  গত এপ্রিল  মাসেই  বন্ধ করে দিয়েছিলো মারুতি কর্তৃপক্ষ । এই মডেলটি  সরকারি  ভাবে  উদ্বোধন  হবে এই মাসের  ১৮ তারিক ।এই  গাড়ির  প্রতিদ্বন্দ্বী  হবে মাহিন্দ্রা  এসইউভি ৩০০,টাটা  নেক্সন  হিউন্দাই ভেন্যু  ও ফোর্ড  এক্সপোর্ট  ইত্যাদি  গাড়ি ।