খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অটো এক্সপো ২০২০ সালে ভারতের গাড়ি প্রস্তুতকারক সংস্থা সিয়াম দ্বারা এক সেমিনার এবং কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে । যেইখানে বক্তব্য রাখবে গাড়ি বিশেষজ্ঞ এবং বৈজ্ঞানিক রা ভারতের গাড়ি শিল্পের ৭০ বছর পূর্তি উপলক্ষে । এই ছাড়াও থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভার্চুয়াল রিয়ালিটির ক্যাম্পাস ,স্পেশাল জোন ফর হেব্বি ভেহিক্যাল এন্ড মিলিটারি ভেহিকলেস দর্শকদের মনোরঞ্জনের জন্য ফান ,এনগেজমেন্ট সেন্টার । সুপার বাইক রাইডিং জোন ,পথ নিরাপত্ত নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ এই ছাড়াও অটোমোবাইল আর্টের প্রদর্শনী ।