অধিকাংশ রাজ্যেই সভাপতি নির্বাচন করলো বিজেপি

গত দুই দিনে এক লপ্তে ৭ টি রাজ্যের দলীয় সভাপতি বেছে নিলো বিজেপি ।মনে করা হচ্ছে আর এস এস য়ের সাথে মতের মিল হলেই কেন্দ্রীয় সভাপতি কে হবে তা ঘোষণা করা হবে ।মহারাষ্ট্র ,তেলেঙ্গানা ,অন্ধ্রপ্রদেশ , উত্তরখন্ড ও হিমাচল প্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা তে সভাপতি নির্বাচন হয়েছে ।পশ্চিম বঙ্গের সভাপতি কে হবে আর দুই এক দিনের মধ্যেই জানা যাবে আর দেশে বিজেপি সভাপতি কে হবে তও জানা যাবে ।