অধীর চৌধুরী প্রধানমন্ত্রী কে প্যান আধার সংযুক্ত করণের সময় শিমা বাড়াতে বললো

লোকসভার বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ,প্যানের সঙ্গে আঁধার সংযোগের ব্যবস্থা বিনামূল্যে করা ও তার সময়সীমা আরও ৬ মাস বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি দিয়েছে ।অর্থমন্ত্রক জানিয়েছিল ৩১ সে মার্চের মধ্যে নেটে ১০০০ হাজার টাকা দিয়ে প্যান ও আঁধারের সংযোগ করতে হবে ।অধীর বাবু বলেন ভারতের প্রান্তিক গ্রামে এর সুযোগ নেই দালাল রা এই সুযোগে বেশি টাকা দাবি করবেন,তাই ডাকঘরের মাধ্যমে করুন ।