অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের নামে আরো এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা জানান । গতকাল বোলপুরের হরগৌরী তলা তে একটি রাষ্ট্রায়াত্ব ব্যাংকে ঘন্টাখানেকের বেশি তল্লাশি চালিয়ে সিবিআই এইনথি জোগাড় করে ।এই ছাড়াও এনামুল হকের জমির ঠিক পাশেই ,অনুব্রতের নামে আরো একটি জমির সন্ধান পাওয়া গিয়েছে যার বাজারমূল্য ১.৫ কোটি টাকা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...