অনুর্ধ ১৯ বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : অনুর্ধ  ১৯ বিশ্বকাপে  এখন অব্দি  ভারত এবং পাকিস্তান  মুখোমুখি হয়েছে  ৯ বার । এর মধ্যে ৪ বার  ভারত  জিতেছে এবং ৫ বারের  বিজেতা পাকিস্তান । এক ঝলকে  দেখে নেয়া যাক এই দুই দল  কবে এবং কোথায়  মুখোমুখি হয়েছে এবং তাদের ফলাফল । ১৯৮৮ সালে  প্রথমবার এই দল মুখোমুখি হয় অনুর্দ্ধ  ১৯ বিশ্বকাপ  স্তরে  বিজয়ী হয় পাকিস্তান ৬৮ রানে । ১৯৯৮ সালে দ্বিতীয়বারের সসাখ্যাতে   ভারত  জয়ী হয় ৫ উইকেটে ।  ২০০২ সালে  তৃতীয় সাক্ষাৎকারে  পাকিস্তান জয়ী  হয় ২ উইকেটে , ২০০৪ সালে বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তান  জয়ী  হয় ৫ উইকেটে । ২০০৬ বিশ্বকাপ পাকিস্তান যেতে  ভারত কে হারিয়ে ৩৮ রানে । ২০১০ সালে  বিশ্বকাপের  কোয়ার্টারফিনালে  পাকিস্তান আবারো যেতে  ২ উইকেটে । ২০১২ সালের  বিশ্বকাপ কোয়ার্টারফিনালে  ভারত যেতে ১ উইকেটে । ২০১৪ সালের  বিশ্বকাপে  ভারত হারায় পাকিস্তান কে ৪০ রানে , এবং ২০১৮ সালের বিশ্বকাপ  ভারত যেতে ২০৩ রানে ।