অনেক বিতর্কের মধ্যে প্রাক্তন বিচারপতি দায়িত্ব নিলেন রবীন্দ্র ভারতীর

কর্ণাটকের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখার্জি ছাত্র বিক্ষোভের মধ্যেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কালীন উপাচার্য হিসাবে নিয়োজিত হলেন । শুভ্রকমল মুখার্জি কে সাংবাদিক রা বলেন আপনার তো শিক্ষকতার কোন অভিজ্ঞতা নেই ,জবাবে তিনি বলেন “অবনীন্দ্রনাথ যখন আর্ট কলেজের দায়িত্ব নেন তার কি কোনো প্রশাসনিক কাজের অভিজ্ঞতা ছিল ,তিনি বলেন কাজ করার সদ ইচ্ছেটাই আসল “।