অবৈধ নির্মাণ বিধান মার্কেটে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিলিগুড়ির বিধান মার্কেটের বিভিন্ন জায়গায় আবার অবৈধ নির্মাণ শুরু হয়েছে।  করোনা জন্য মাঝে কিছুদিন মার্কেট বন্ধ থাকায় কিছু লোক তাঁদের দোকানের ওপরের অংশে লোহার খাঁচা তৈরী করে নতুন দোকান তৈরী করেছে।আবার কেউ কেউ নতুন দোকান চড়া দামে বিক্রি ও করে দিয়েছে। শিলিগুড়ি জলপাই গুড়ি উন্নয়নকর্তৃপক্ষ(এসজেডিএ) এর ভাইস চেয়ার ম্যান শ্রী নান্টু পালের স্ত্রী মঞ্জু শ্রীপাল এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বলেন বিষয়টি জানাছিলনা খোঁজ খবর করে (এসজেডিএ) কে জানাব।  তবে নান্টু বাবু বিষয়টি জানেন বলে জানিয়েছেন। তিনি বলেন এ  অন্যায় কোনো ভাবেই রেয়াত করা হবেনা।