অবৈধ নির্মাণ রুখতে বাড়তি সুবিধা দেয়ার কথা ঘোষণা করলো কলকাতা পুরসভা

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   সম্প্রতি যে আইনি নির্মাণ রুখতে কলকাতা  মেয়রের  নেতৃত্বে  কলকাতা পুরসভা একাধিক বৈঠক করেছেন । সেই  খানে পুলিশ  এবং রাজনৈতিক দলের সহায়তায়  বহু বেআইনি বহুতল তৈরী হচ্ছে বলে আলোচনা  হয় । এই নিয়ে মনিটরিং একটি সেল করার কথা  ঘোষণা হয় । এই সেল ৭০০ টি বেআইনি নির্মাণের তালিকা ঘোষণা করেছে এবং তা পাঠিয়ে দিয়েছে বিল্ডিং দফতরে । এই  বিল্ডিং দফতর  বেআইনি নির্মাণ রুখতে বেশ কিছু বাড়তি  ছাড়ের  কথা ঘোষণা করেন ।