অব্যবস্থায় ভরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্র

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : এইবার  ভোট কর্মীদের  প্রশিক্ষণের সময় নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিলেন যে নির্বাচন কেন্দ্রে  এমন সব ব্যবস্থা করা হবে নির্বাচন কেন্দ্রে ভোট  কর্মীদের  থাকা ,খাওয়া ,শৌচালয় ও জলের কোনো অব্যবস্থা না হয় । কিন্তু  কার্যত  দেখা গেলো  ফাঁসিদেওয়া  ব্লকের  রূপান  দীঘি  প্রাইমারি স্কুলের  অব্যবস্থায় ভরা ,ডিপ  টিউবয়েল  আছে কিন্তু তা দিয়ে জল পরে না শৌচালয়ে যাওয়ার মত  পরিস্থিতি নেই ,নেই কোন জল এবং বিদ্যুতের ব্যবস্থা । খুব ই বিপদে পড়েছে ভোট কর্মীরা ।