গতকাল বসিরহাটে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বলেন ,কেউ বলছেন হিন্দু কে সুরক্ষা দেবেন আবার কেউ বলছেন মুসলিম কে সুরক্ষা দেবেন ,তাহলে আমার প্রশ্ন দেশ কে সুরক্ষা দেবে কে ?? তিনি আক্ষেপের শুরে বলেন রাজনীতি দিন কে দিন বড় জটিল হয়ে যাচ্ছে ,দিদি যদি আমাকে ২০২১ য়ে বিধানসভা তে প্রার্থী হতে বলতেন “তাহলে আমি করজোড়ে তাকে বলতেন আমি প্রার্থী হতে পারবো না ,কারণ দেশ কে সুরক্ষা দেওয়ার জন্য কোনো নেতাই নেই “।