অভিনেত্রী জয়া বচ্চন সমাজবাদী পার্টির নির্দেশে বাংলাতে এলেন প্রচারে

লোকসভার সমাজবাদী পার্টির এমপি ও অমিতাভ বচ্চনের স্ত্রী বাংলার ঘরের মেয়ে জয়া ভাদুড়ী (বচ্চন ) ভোটে এসে প্রচার শুরু করলেন মমতা ব্যানার্জি (তৃণমূলের ) হয়ে ।তাকে জিজ্ঞেস করা হলো তিনি বলেন আমি এইখানে অভিনয় করতেআসেনি। দলের হয়ে আমাকে এইখানে মমতা দির হয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে তাই এসেছি । তিনি বলেন আবারো মুখ্যমন্ত্রীহলে মমতা ব্যানার্জি বাংলার প্রভূত উন্নতি করবে ।