শনিবার হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিলেন নেতা ও কর্মীদের হয় ঠিকাদারি
করুন নয় দল করুন ।এই নিয়ে প্রশ্ন তুলেছেন আরামবাগের পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ দীপক মাঝি ।তিনি বলেন ঠিকাদাড়ি ছাড়লো খাবোকি।আমার স্ত্রীর শাড়ি কিনতে তাহলে হাত পাততে হবে । তিনি বলেন তিনটি ব্যবসা ফেল করার পর তিনি স্ত্রীর নামে ঠিকাদারি ব্যবসা শুরু করেন ,কোনো ক্রমে খেয়ে পরে আছেন ।