মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ
মহলে ফের অর্থমন্ত্রী হিসাবে অমিত মিত্র কেই পছন্দ করেছেন । এই বার ভোটে স্বাস্থ্যের কারণে তিনি লড়তে পারেননি ।অমিত মিত্রের বিধানসভা কেন্দ্র খড়দহ তে ভোটে জিতেছিলেন তৃণমূলের কাজল সিনহা কিন্তু করোনা তে তার মৃত্যু হওয়াতে বর্তমানে আসনটি শুন্য ,তবে যাই হোক না কেন মমতা তাকে অর্থমন্ত্রী করবেন ।