গতকাল বনগাঁর ঠাকুরবাড়ির মাঠে মতুয়া দের ডাকা জনসভাতে বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র
মন্ত্রীর ,কিন্তু গত পরশু সন্ধ্যাতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটানোতে তিনি পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন । সভা বাতিল হওয়াতে হতাশা বেড়েছে মতুয়া গোসাঁই ও সমর্থকদের মধ্যে । গতকাল তাদের শান্ত করতে মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয় ও মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর বলেন “অমিত শাহ যে কোনো দিন যে কোনো সময় এসে সেই সভা করবেন ,তাই সভা মঞ্চ ভাঙা হলো না “।