অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্যাস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : পাঁচ  বিচারপতির  সাংবিধানিক  বেঞ্চ আজ  ঐতিহাসিক অযোধ্যা  মামলা  নিয়ে রায়  দিতে গিয়ে বলেন  ১) অযোধ্যার  বিতর্কিত জমি রাম লালার  ২) পুৰাতাত্বিক  প্রমান  হিন্দুদের  পক্ষেই  গিয়েছে  ৩) মুসলিমদের  বিকল্প  জমি দেয়া  হোক মসজিদ গড়ার  জন্য  ৪) কেন্দ্রীয়  সরকার তিন মাসের  মধ্যে  ট্রাস্ট  গঠন করে  মন্দির  তৈয়ারির  পরিকল্পনা  করুক । ৫) শর্তসাপেক্ষে  জমি পাবেন  হিন্দুরা , পাঁচ  বিচারপতি সর্ব সম্মত  হয়ে এই রায় দান ঘোষণা  করেন ।