অরবিন্দ সেতু সার্বজনীন

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এই পুজো এইবার ৪৩ টম বর্ষে  পদার্পন  করলো ,এই পুজোর এই বারের ভাবনা  হলো বাংলার  মুখ ,আধুনিক প্রজন্মের  বেশির ভাগ  সময় কাটায়  মোবাইলে এদের  জীবন থেকে হারিয়ে গিয়েছে বাউল  গান  বাংলার  লোক সংস্কৃতি  সেই সব আমরা ফিরিয়ে আনছি । পাঠের  কাজ মাঠির পুতুল ও একটায় সেজে উঠছে  গোটা  মণ্ডপ  প্রতিমা কেও  পোড়ানো হবে পাটের সারি ও গয়না ,এই পূজামণ্ডপে এলে দর্শকরা  এক টুকরো গ্রাম  বাংলার  ছোয়া  পাবে ।