অর্জুন সিংহ কে প্রকাশ্যে হুমকি দিলেন মদন

খবর    ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  নৈহাটী জনসভা  থেকে ভাটপাড়া  বিধানসভায়  পরাজিত প্রার্থী  মদন মিত্র  প্রকাশ্যে  জনসভা থেকে  অর্জুন সিংহ কে  হুমকি দিলেন ,ভবানীপুরে  তিনি  যেন এসে  তার  সঙ্গে  নির্বাচনে  লড়েন । পাশাপাশি তিনি সেখানকার  প্রতিটি  তৃণমূল কর্মীকে সতর্ক থাকতে বলেন । এই ছাড়াও  বুথে বুথে  যেই সব  তৃণমূল কর্মীরা  ভোটার  সময় নিজের জীবন বাজি রেখে  বসেছেন তাদের  জন্য স্থানীয়  নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সব রকম সহযোগিতা  করে ।