অর্জুন সিংহ কে হুমকি দিলেন তৃণমূলের জেলা সভাপতি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ২০১৯ সালে ব্যারাকপুর  লোকসভা কেন্দ্রে  তৃণমূল কে হারিয়ে দিয়ে জোর ধাক্কা  দিয়েছিলো তৃণমূল  ত্যাগী  বিজেপি প্রার্থী অর্জুন সিংহ ।সূত্রের খবর সম্প্রতি ব্যারাকপুর  পুরসভার সভাকক্ষে উত্তর ২৪ পরগনার  জেলার শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন রাজ্যের  খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার  জেলার সভাধিপতি  জ্যোতিপ্রিয়  মল্লিক । তিনি ওই কর্মী সভাতে বলেন ” আগামী দিনে আমরা অর্জুন সিংহ কে বুঝিয়ে দেব কত ধানে কত চাল “।