খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জলপাই গুড়ি শহর সংলগ্ন সেবা গ্রামের বাসিন্দা লক্ষ্মী রায় উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে।বাবা দিন মজুর।ঠিক মতো সংসার চলেনা।সেকু মুদিনী বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে ৪৪৪ নম্বর পেয়েছে ।সে বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২,সংস্কৃতে ৯১, দর্শনে ৯১ এবং ইতিহাসে ৮১ পেয়েছে। একটি মাত্র ঘরে বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকে।তার ইচ্ছে ভূগোলে অনার্স নিয়ে কলেজে পড়ার।কিন্তু তার বাবার পক্ষে সংসার চালিয়ে কলেজে ভর্তির টাকা দেওয়া সম্ভব নয়।তবে তার গৃহ শিক্ষক লক্ষ্মীর পড়াশুনা করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন।
রাজ্য
প্রাথমিকে পাশ ফেল নয় বার্তা মমতার
সাম্প্রতিক প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতি আমূল বদলে দিয়ে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।জানানো হয়েছিল চলতি বর্ষ থেকেই প্রাথমিকের...