খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জলপাই গুড়ি শহর সংলগ্ন সেবা গ্রামের বাসিন্দা লক্ষ্মী রায় উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে।বাবা দিন মজুর।ঠিক মতো সংসার চলেনা।সেকু মুদিনী বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে ৪৪৪ নম্বর পেয়েছে ।সে বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২,সংস্কৃতে ৯১, দর্শনে ৯১ এবং ইতিহাসে ৮১ পেয়েছে। একটি মাত্র ঘরে বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকে।তার ইচ্ছে ভূগোলে অনার্স নিয়ে কলেজে পড়ার।কিন্তু তার বাবার পক্ষে সংসার চালিয়ে কলেজে ভর্তির টাকা দেওয়া সম্ভব নয়।তবে তার গৃহ শিক্ষক লক্ষ্মীর পড়াশুনা করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...